কালের খবরঃ মা ও শিশুর জীবন বাঁচাতে, স্বাস্থ্য কেন্দ্রে হবে যেতে’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয়েছে। শনিবার (২৮ মে) সকাল ১০ টায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান মিয়া, সহকারী কমিশনার ভূমি অমিত কুমার সাহা, মুকসুদপুর থানার ওসি মোঃ আবু বকর মিয়া, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, সাংবাদিক শহীদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ নিপু বিশ্বাস। অনুষ্ঠানে নিরাপদ মাতৃত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply