কালের খবরঃ
গোপালগঞ্জে বিভাগীয় পর্যায়ের দুই দিনব্যাপি আন্তঃজেলা শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস শুরু হয়েছে।সোমবার (১৬ জানুয়ারী) বিকেলে গোপালগঞ্জ ভেন্যুর প্রতিযোগিতা সুমিংপুল এন্ড জিমনেশিয়ামে শুরু হয়।চলবে মঙ্গলবার বিকাল পর্যন্ত।বিভাগীয় পর্যায়ের এই প্রতিযোগিতার প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ খলিলুর রহমান।
গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম বি সাইফ বক্তব্য রাখেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাশেদুর রহমান, জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আলী নাঈম খান জিমি,ক্রিড়া ব্যক্তিত্ব আব্দুল মান্নান মানি, নজরুল ইসলাম নান্টু সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।এ প্রতিযোগিতায় ৮ জেলার প্রতিযোগিরা তিন শতাধিক (ছেলে ও মেয়ে)কাবাডি, ব্যাডমিন্টন ও দাবা খেলায় অংশ নিচ্ছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply