কালের খবরঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের মাঠ মোটা অংকের অর্থের বিনিময়ে ঠিকাদের কাছে ভাড়া দেয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার ( ২৫মে) দুপুরে কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে আহবায়ক ও উপজেলা শিক্ষা অফিসার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সদস্য করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এই নিয়ে কালের খবর টোয়েন্টিফোর ডটকমসহ বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন করেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদাউস ওয়াহিদ।
কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদাউস ওয়াহিদ এ বিষয়ে বলেছেন, বিষয়টি তদন্ত করে আগামী সাত কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
তিনি আরো জানান, কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তাকে আহবায়ক, উপজেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সদস্য করে ৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, কোটালীপাড়া উপজেলার বান্ধাবাড়ি জেবিপি উচ্চ বিদ্যালয়ের মাঠ মোটা অংকের অর্থের বিনিময়ে ঠিকাদের কাছে ভাড়া দিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। বিদ্যালয়টির মাঠ ভরে রাখা হয়েছে ইট, খোয়াসহ নানা ধরণের নির্মাণ সামগ্রী দিয়ে। প্রতিদিনই মেশিন দিয়ে এসব ইট ভাঙ্গা হচ্ছে। আর এই মেশিন দিয়ে ইট ভাঙ্গার শব্দে শিক্ষক-শিক্ষার্থীদের পাঠদান ও গ্রহণে বিঘ্ন ঘটছে। যার ফলে বিপাকে পড়েছে স্কুলের শিক্ষার্থীরা। এ নিয়ে এলাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply