টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় ইয়াবা সহ এক যুবক আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। শুক্রবার (৩০ ডিসেম্বর) রাত ১০ টায় উপজেলার বর্নি ইউনিয়নের উত্তরপাড়া থেকে তাকে আটক করে থানার উপ- পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম।আটক যুবক সাফু শেখ (৩২) গোপালগঞ্জ সদর উপজেলার সিঙ্গেরকুল গ্রামের আজিম শেখের ছেলে। এ তথ্য নিশ্চিত করে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মুনসুর বলেন, শুক্রবার রাতে গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply