টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৮ ডিসেম্বর)বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে (বজ্রকণ্ঠ) এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. খন্দকার আজিজুল ইসলাম।টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-মামুনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ সভায় বক্তব্য রাখেন।প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার আজিজুল ইসলাম ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের কার্যক্রম সমূহ তুলে ধরে বলেন, স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রায় এই প্রকল্পের ভূমিকা গুরুত্বপূর্ণ। তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে মানুষের জীবন হয়ে উঠবে গতিময়।ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি খাদে বিশ লাখ তরুন-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। দেশের প্রায় ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বেগবান করতে প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের রূপকল্প ২০৪১ ঘোষণা দিয়েছিলেন। এই রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে আরো আইটিসি অবকাঠামো নির্মাণ ও ব্যবহার সম্প্রসারণের জন্য ডিজিটাল সংযোগ স্থাপন (ইডিসি) প্রকল্প চালু করা হয়েছে। প্রকল্পের লক্ষ্য তৃণমূল পর্যায়ে ভৌত অবকাঠামো শক্তিশালী করা, প্রতিভা কাজে লাগানো, জনগণের ডিজিটাল জীবনকে সহজ করা, আইটিসির উন্নয়নের মাধ্যমে চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়া। এর মাধ্যমে ২০৪১ সালে দেশ “স্মার্ট বাংলাদেশ” এ রূপান্তরিত হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply