কালের খবরঃ
গোপালগঞ্জে শুরু হয়েছে দুইদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা। বুধবার (২৮ ডিসেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে গোপালগঞ্জ শহরের পৌর পার্কে এ মেলার আয়োজন করা হয়। মেলা উপলক্ষে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মেলাস্থলে গিয়ে শেষ হয়। সেখানে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবপ্রসাদ পাল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু প্রমূখ। এর আগে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। মেলায় ৩১টি স্টল ও জেলার ৫ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রদর্শিত হয়। এসব স্টলে জেলার বিভিন্ন দপ্তরের ডিজিটাল সেবাসমূহ উপস্থাপিত করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply