কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্রগামী প্রতিবন্ধী বিদ্যালয়ের ২৬০জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার,স্মার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) বিকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের ছিকটীবাড়ি গ্রামে অবস্থিত অগ্রগামী প্রতিবন্ধী বিদ্যালয় চত্ত্বরে বিদ্যালয়টির পক্ষ থেকে এ হুইল চেয়ার,স্মাার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৪জন শিক্ষার্থীর মাঝে হুইল চেয়ার, ২জন শিক্ষার্থীর মাঝে স্মাার্ট ক্যান ও ২৫৪ শিক্ষার্থীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয়টির সভাপতি ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হুইল চেয়ার,স্মাার্ট ক্যান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, পৌর মেয়র হাজী মোঃ কামাল হোসেন শেখ, প্রফেসর কার্ত্তিক চন্দ্র বিশ^াস, কোটালীপাড়া থানার ওসি মোঃ জিল্লুর রহমান, রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচী, সাবেক চেয়ারম্যান মাইকেল হিরোহিত বিশ্বাস, অগ্রগামী প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালক রুবি বিশ্বাস বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply