কালের খবরঃ
গোপালগঞ্জে আলোচনাসভা ও ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়ার মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।শুক্রবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম। অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মোঃ রাশেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, জয়িতা অনুরেখা হালদার, সোহাগী রহমান মুক্তা বক্তব্য রাখেন। সভা শেষে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী অনুরেখা হালদার, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে বিশাখা সিকদার, সফল জননী নারী মোসাঃ জামেলা বেগম, নির্যাতনের বিভীষিখা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরুতে রাবেয়া বেগম এবং সমাজ উন্নয়নে সোহাগী রহমান মুক্তাকে উত্তরীয় পড়িয়ে তাদের হাতে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply