কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন ও দুর্নীতিবিরোধী প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।এরপর বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের অংশগ্রহণে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা কৃষি অফিসার নিটুল রায়, উপজেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, শিক্ষক হাবিবুর রহমান মুকুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস ছত্তার বক্তব্য রাখেন।উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বলেন, সুখী সম্মৃদ্ধশালী দেশ গঠনে দুর্নীতি প্রতিরোধের বিকল্প নেই। তাই দুর্নীতি প্রতিরোধে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply