কালের খবরঃ
গোপালগঞ্জে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠিকে চিকিৎসাসেবা দিয়েছে ফয়সাল হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় ফয়সাল হেলথ কেয়ার সার্ভিস লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক শেখ ফয়সালের উদ্যোগে এ সেবা প্রদান করা হয়।
সদর উপজেলার কাঠি ইউনিয়নের তেলিগাতী গ্রামের নিজ বাড়ীতে এ মেডিকেল ক্যাম্পের মাধ্যমে অভিজ্ঞ তিনজন চিকিৎসক দ্বারা ৫ শতাধিক নারী, পুরুষ ও শিশু রোগীদের স্বাস্থ্য সেবা দেয়া হয়। এছাড়া গর্ভবতী মহিলাদের আন্ট্রাসোনো সেবা দেয়া ছাড়াও ইকো ও ইসিজি করা হয়। পরে এসব রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।
বিনা মূল্যে স্বাস্থ্য সেবা পেয়ে খুশি সেবাগ্রহিতারা। এতে তারা ঘরের পাশেই স্বাস্থ্য সেবা পেয়ে এদিকে যেমন সময় অর্থও সাশ্রয় হয়েছে।
ফয়সাল হেলথ কেয়ার সার্ভিস লিমিটেডের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক শেখ ফয়সাল জানান, প্রান্তিক জনগোষ্ঠিকে স্বাস্থ্য সেবার আওতায় আনার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply