
কালের খবরঃ
গোপালগঞ্জে আগুন নিভাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে খাজা মোল্রার (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের খালিয়া গ্রামে এই ঘটনাটি ঘটে।নিহত খাজা মোল্রা খালিয়ার পাশ্ববর্তী ইছাখালী গ্রামের জহুর মোল্লার ছেলে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোঃ জাবেদ মাসুদ জানান, সন্ধ্যার দিকে খালিয়া গ্রামের কাজল মোল্লার রান্না ঘরে আগুন লাগে। এসময় ওই ভ্যান চালক ওই পথে যাচ্ছিলেন। তিনি ভ্যান থামিয়ে কাজল মোল্লার প্রতিবেশিদের সাথে আগুন নেভানোর কাজ শুরু করেন ।রান্নাঘরের ওপর দিয়ে টানানো বৈদ্যুতিক তার আগুনে পুড়ে ওই ভ্যান চালকের গায়ে স্পর্শ করে।এভাবে তিনি বিদ্যুতায়িত হয়ে আহত হয়। পরে স্থানীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ’ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে তিনি সেখানে মারা যান।
Design & Developed By: JM IT SOLUTION