কালের খবরঃ
শিক্ষার্থীদের চক্ষু রোগ সম্পর্কে সচেতন ও লক্ষণ দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার লক্ষ্য নিয়ে গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে স্কুল সাইট টেস্টিং প্রোগ্রামের আওতায় শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা । গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান এ প্রশিক্ষণ কর্মসূচীর আয়োজন করে।
আজ সোমবার ( ২৩ মে) সকালে শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের হল রুমে এ প্রশিক্ষণ কর্মসূচীতে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ফেরদৌসি, উপ-পরিচালক আবুল কালাম আজাদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনন্দ কিশোর সাহা, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দিন বক্তব্য রাখেন।
এ প্রশিক্ষণে সদর ও টুঙ্গিপাড়া উপজেলার ৬০টি স্কুলের শতাধিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশ নেন। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকরা শিক্ষার্থীদের চক্ষু রোগ সম্পর্কে সচেতন করতে ও লক্ষণ দেখে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply