কালের খবরঃ
গোপালগঞ্জে হুইল চেয়ার বিতরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসন, সমাজ সেবা অদিদপ্তর এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র যৌথ ভাবে এ কর্মসূচীর আয়োজন করে।“অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তনমুখী পদক্ষেপ-প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা”-এ প্রতিপাদ্য নিয়ে শনিবার (০৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরনের মধ্য দিয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজ সেবা অদিদপ্তরের উপ-পরিচালক হারুন-অর-রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক একেএম হেদায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খানসহ প্রতিবন্ধী শিশুরা ও অভিভাকবেরা উপস্থিত ছিলেন।পরে কবিতা ও আবৃতি প্রতিযোগীতায় বিজয়ী প্রতিবন্ধী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply