কালের খবরঃ
স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ পুলিশকে ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস।বৃহস্পতিবার(০১ডিসেম্বর)বেলা ১টায় গোপালগঞ্জে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব-এর মুখোমুখি হয় হট ফেভারিট বসুন্ধরা কিংস। খেলার প্রথম থেকে আক্রমানাত্বক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা কিংস। খেলার ১১ মিনিটে বসুন্ধরার নিশ্চিত গোল হাত দিয়ে প্রতিহত করে লাল কার্ড খায় পুলিশের রক্ষণভাগের ২৬ নম্বর জার্সিধারী হাবিবি। হাত দিয়ে গোল ঠেকানোর কারণে পেনালটি পায় বসুন্ধরা।১৪ মিনিটে পেনাল্টি থেকে অধিনায়ক রবসন অ্যাজিভিডো দ্রা সিলভা গোল করে বসুন্ধরা এগিয়ে দেন।এর পর বসুন্ধরার আক্রমন আরো বাড়তে থাকে। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বসুন্ধরা।
দ্বিতীয় আর্ধের ৬৫ মিনিটে বসুন্ধরার রাকিব হোসেন দ্বিতীয় গোল করলে ২-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। এরপর খেলার ৭৩ মিনিটে গমেজ আরো একটি গোল করলে ৩-০ গোলের লিড নেয় বসুন্ধরা। খেলার অতিরিক্ত সময়ে ৯১ মিনিটে পুলিশের অ্যাডওয়ার্ড একটি গোল করে। ফলে খেলার ব্যবধান দাড়ায় ৩-১ গোলের। এর পর রেফারী খেলার শেষ বাশি বাজালে বসুন্ধরা কিংস ৩-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে। খেলার ১ গোল করা ছাড়াও দুর্দান্ত ফারফর্ম করায় বসুন্ধরা কিংসের আক্রমন ভাগের খেলোয়াড় রাকিব হোসেন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply