কালের খবরঃ গোপালগঞ্জে হত্যা মামলার মৃত্যুদন্ড প্রাপ্ত পলাতক আসামি খালিদ ফকির (৩৫) কে গ্রেপ্তার করেছে গোপালগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত খালিদ ফকির গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া নতুনচর গ্রামের বাবুল ফকিরের ছেলে। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকালে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শুক্রবার (২৫ নভেম্বর) তাকে গোপালগঞ্জ এনে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর খালিদ ফকির ও তার সঙ্গীরা অটোবাইক ভাড়া নেয়ার কথা বলে সদর উপজেলার গোলাবাড়ীয়া গ্রামের নজরুল মোল্লার ছেলে জাহিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় লাশ ফেলে অটোবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে খালিদ, রাজ্জাক, হাসান, দিপুল ও ফসিয়ারকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দাখিল করে।
চাঞ্চল্যকর এই হত্যা মামলার সাক্ষ্য প্রমানের ভিত্তিত্বে বিচারিক কার্যক্রম শেষে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালত আসামি খালিদ ফকিরসহ ৫আসামীকে গত বছরের ২৫ নভেম্বর মৃত্যুদন্ড প্রদান করেন। রায় ঘোষনার সময় থেকে আসামীরা পলাতক ছিল।
গোপালগঞ্জ সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। পরে গোপালগঞ্জ সদর থানার এসআই রাসেল আহমেদ ও আশুলিয়া থানা পুলিশের সহযোগীতায় আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply