কালের খবরঃ
বিশ্বকাপ ফুটবল খেলার প্রথম দিনেই গোপালগঞ্জে শোভাযাত্রা করেছে ব্রাজিল সমর্থক গোষ্ঠী । এদিকে রাতভর শহরের বিভিন্ন দেয়ালে ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা আঁকাসহ জাতীয় পতাকা টাঙ্গিয়েছে বিভিন্ন দলের সমর্থকেরা।রবিবার (২০ নভেম্বর) শহরের হাউজিং প্রকল্প এলাকায় জড়ো হতে থাকে ব্রাজিলের সমর্থকেরা। পরে ব্রাজিল দলের ঐহিত্যবাহী হলুদ জার্সি গায়ে দিয়ে ব্রাজিল টিমকে সমর্থন জানিয়ে শতাধিক মোটর সাইকেলের মোটর সাইকেল শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহরের বেদগ্রাম এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় সকলের হাতে বাংলাদেশের জাতীয় পতাকার সাথে ব্রাজিলের জাতীয় পতাকা শোভা পায়।
শোভাযাত্রায় সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ রায়,পৌরসভার কাউন্সিলর মোল্যা রনি হোসেন, কাউন্সিলর আল আমিন, থানা ছাত্রলীগের আহবায়ক রিয়াজুল ইসলাম রিয়াজ, সরকারী বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক দিদারুল ইসলাম দিদার, লতিফপুর ইউনিয়নের সদস্য মাসুদ রানাসহ তিন শতার্ধিক সমর্থক অংশ নেন।
এদিকে, শনিবার রাতভর শহরের বিভিন্ন দেয়ালে আর্জেন্টিনার পতাকা একেঁছে আর্জেন্টিনার সমর্থকেরা। শহরের মিয়াপাড়া টাঙ্গানো হয়েছে ৩৬০ ফুট দৈর্ঘের পতাকা। বিশ্বকাপে অংশ নেয়া ব্রাজিল ও আর্জেন্টিনার পতাকা জেলা শহরের অধিকাংশ বাসা-বাড়ী ও দোকানে শোভা যাচ্ছে। সমর্থকেরা যে যে ভাবে পারচ্ছেন পছন্দের দলের পতাকা টাঙ্গাচ্ছেন। শুধু ব্রাজিল বা আর্জেন্টিনা নয় জার্মানি, পর্তুগাল, সৌদিআরবসহ বিভিন্ন দেশের পতাকা টাঙ্গানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply