কালের খবরঃ
দ্রুত গতির কারনে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাড়িয়ে থাকা বালু বোঝাই ট্রাকের পিছনে যাত্রীবাহী বাসে ধাক্কায় ৩জন নিহত হয়েছে। এসময় ১৫যাত্রী আহত হয়েছে। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর)রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসের সুপারভাইজার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের মৃত আসাদুজ্জামানের ছেলে আশিকুজ্জামান (২৭), বাসযাত্রী সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের পারকুশলী গ্রামের মৃত সালাহউদ্দিন সরদারের ছেলে নিজাম উদ্দিন সরদার (৬০) ও ট্রাক ড্রাইভার ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতুল গ্রামের আব্দুর রহমানের ছেলে সোহাগ (৩০)। এ ঘটনার পর চালক পলাতক রয়েছে। কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক আবু নাঈম মোঃ মোফাজ্জেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের ওই পরিদর্শক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়াগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে দাড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পিছন দিক থেকে সজোরে ধাক্কা লাগায়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলে তিন জনই নিহত হয়।
পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মিরা হতহতদেরকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান, নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিত্বে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply