কালের খবরঃ ভূমি অফিসে না এসে, ডিজিটাল ভূমি সেবা গ্রহন।এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২২-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এই ভূমি সেবার উদ্বোধন করেন। আজ রোববার (২২ মে)সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ নাজমুন্নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলেঅচনা সভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সভাপতি শেখ রুহুল আমিন, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রাশেদুর রহমান বক্তব্য রাখেন। এসময় সদর উপজেলার সহকারী কমিশানার ভূমি মিলন সাহাসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। সেবা সপ্তাহে জনগণকে সেবা দিতে মোট ৮টি স্টল বসানো হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply