কালের খবরঃ
প্রযুক্তি নির্ভর জীবন যাত্রায় জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে গোপালগঞ্জ সদর উপজেলায় দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে দশটায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এই মেলার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন।
‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যে সদর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন খান, উপজেলা ভাইস চেয়ারম্যান নীতিশ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহসিন উদ্দীন বলেন, ডিজিটাল বাংলাদেশের টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে মডেল এসডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রযুক্তি দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবন এবং প্রযুক্তির সাথে মানুষের মেলবন্ধন তৈরিতে কাজ করছে সরকার।
উদ্ভাবন, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থান-এ চারটি বিষয়ভিত্তিক প্যাভিলিয়নের মাধ্যমে ১৫ টি স্টলে মেলা প্রদর্শিত হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply