কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় আট্রাবাড়ি চিতশী শামছুল উলুম কারিমীয়া মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে কোরআন তেলাওয়াত এবং হামদ-নাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) মাদ্রাসা মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।মাদারীপুর জেলার চন্ডিবর্দীর পীর আলহাজ্ব হযরত মাওলানা আলী আহম্মেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।এ সময় আট্রাবাড়ি চিতশী শামছুল উলুম কারিমীয়া মাদ্রাসা ও এতিমখানার সভাপতি ফরিদ আহম্মেদ হাওলাদার, সাধারণ সম্পাদক হাজী মোঃ মিকাইল শেখ, প্রতিষ্ঠানটির মোহতামিম হাফেজ কারী মোঃ সোলায়মান, কোটালীপাড়া মুজাহিদ কমিটির সভাপতি হাজী মোঃ নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply