নাজমুল ইসলাম।
তুরস্কের বিপ্লবী কবি নাজিম হিকমত বলেছিলেন” মানুষের মুন্ডুটা ত ফুলের বোটা নয় যে ইচ্ছে হলেই ছিড়ে ফেলা যায়”
ভুল প্রমানিত করে ৭৫ এর ৩ নভেম্বরে বাংলাদেশে সংগঠিত হলো পৃথিবীর সকল কালে সকল দেশে নিরাপদ জোন
জোলখানায় হত্যার নৃশংসতম উল্লাস!
আর সে হত্যার আদেশ যদি আসে সেই রাস্ট্রের রাস্ট্রপতি ভবন থেকে!
দুনিয়ায়র সকল আইন কে লংঘন করে
ঢাকার কেন্দ্রীয় কারাগরে
বিভৎস সেই নারকীয় খুনের উৎসব!
এই হত্যার স্বীকার যারা
আমাদের মুক্তিযুদ্ধের বীর নায়ক
বাংলাদেশকে ভালবাসার জন্য
তাদেরকে হত্যা করা হলো
এদেশের দুর্ভাগ্য ইতিহাসের মেরুদণ্ডহীন
খলনায়কেরা বারবার ফিরে আসে
৭১ এর নয় মাস এই এরাই ষড়যন্ত্রে মেতে উঠেছেল!!
স্বাধীনতার বিরুদ্ধে!
পাকিস্তানিদের সাথে গোপনে রেখেছিল ঘৃন্য যোগাযোগ
আর তাদের সেই ষড়যন্ত্র কে রুখে দিয়ে
বাংলাদেশের বিজয় কে নিশ্চিত করার
স্বর্গীয় অপরাধে – বাংলাদেশের রক্তাক্ত
পতাকায় সবুজ জমিনে ।
তোমাদের কে হত্যা করা হলো
মহান স্বাধীনতার সুর্য সৈনিক
আমাদের মুক্তিযুদ্ধের বীর সেনানী
শহিদ তাজউদ্দীন
সৈয়দ নজরুল ইসলাম
এ এইচ এম কারুজ্জামান
আর আমাদের নিঃসংগ নিরস্ত্র
ক্যাপ্টেন মুনসুর আলী
তোমরাই বংগদেশের ভালবাসার
চার প্রমিথিউস।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply