কালের খবরঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে গাছের নিচে চাপা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। সোমবার( ২৪ অক্টোবর) রাতে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামে এ পৃথক ঘটনা ঘটে। এদিকে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কে সড়কে গাছ উপড়ে পড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নিহতরা হলেন, পাঁচকাহনিয়া গ্রামের রেজাউল খার স্ত্রী সারমিন বেগম (২৫) ও বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের স্ত্রী রোমেছা বেগম(৫৮)।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আবুল মনসুর ঘটনার সত্যতার স্বীকার করে জানান, ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে রাত সাড়ে ৯ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার পাঁচকাহনিয়া গ্রামে রেজাউল খার বাড়ির পাশে থাকা খেজুর গাছ তার বসত ঘরের উপড়ে পড়ে। এতে ঘরের মধ্যে থাকা তার স্ত্রী সারমিন বেগম গাছ চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন।
অপরদিকে, রাত সোয়া ৮ টার দিকে একই উপজেলার বাঁশবাড়িয়ার চরপাড়া গ্রামের হান্নান তালুকদারের ঘরের উপর চম্বল গাছ উপড়ে পড়ে গাছ চাপা পড়ে মারা যায়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা দুই নারীর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন, নিহতদের দাফন কাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়া হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্তদের বসত ঘর ঠিক করে দেয়া হবে বলে তিনি জানান।এ ছাড়া জেলার অন্য কোখাও কারোর ঘরবাড়ি ঝড়ে ক্ষতিগ্রস্থ হলে তাদেরকেও ক্ষতি পূরনের ব্যবস্থা করা হবে বলেও তিন জানান।
এদিকে গোপালগঞ্জ কোটালীপাড়া সড়কে সড়কে গাছ উপড়ে পড়ে সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।মঙ্গলবার (২৫ অক্টোবর)সকাল থেকে গোপালগঞ্জের প্রশাসন ও জেলা ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা সড়কের উপর উপড়ে পড়া গাছ অপসারনের চেষ্টা করছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply