কালের খবরঃ
গোপালগঞ্জ সদর উপজেলার শুকতাইল ইউনিয়নের পাইকেরডাঙ্গা গ্রামে “বঙ্গবন্ধু উদ্যানে” নির্মান করা “ইকো টুরিজম পার্ক” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। শনিবার (২২ অক্টোকর) বিকাল ৩টায় এই পার্কের উদ্ধোধন করা হয়।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা ১১ একর জায়গার উপর নির্মিত এই “ইকো টুরিজম পার্ক”-এর উদ্বোধন করেন।বিনোদন কেন্দ্র ছাড়াও এখানে রয়েছে একটি বড় খেলার মাঠ। যারা এখানে ঘুরতে আসবেন তারা পিকনিক করার পাশাপাশি খেলাধুলাসহ ঘুরে বেড়ানোর সব ধরনের সুযোগ সুবিধাই পাবেন।
ঢাকা-খুলনা মহাসড়কের খুব কাছেই এই “ইকো টুরিজম পার্ক”-টি মনোরম পরিবেশে গড়ে তোলা হয়েছে। গ্রাম্য পরিবেশের মধ্যে ঘুরতে এসে লোকজন আনন্দ উপভোগ করতে পারবেন বলে মনে করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা উদ্বোধনী বক্তব্যে এমনটিই আশা প্রকাশ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলি খান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহসীন উদ্দিন বক্তব্য রাখেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এমদাদুল হক চৌধুরী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শেখ মোঃ রুহুল আমিন, জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরে সেখানে এক মনো্জ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply