কালের খবরঃ
২০১৮ সালের জাতীয় নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়ণের দাবীতে গোপালগঞ্জে সকাল-সন্ধ্যা গণ অনশন শুরু করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ, গোপালগঞ্জ জেলা শাখা।
শনিবার (২২ অক্টোবর) বেলা ১১টা থেকে জেলা শহরের পৌর পার্কের মুক্ত মঞ্চে এ গণ অনশন শুরু করে নেতৃবৃন্দ। সন্ধ্যা পর্যন্ত চলেবে এ কর্মসূচী। কর্মসূচীতে জেলার নেতৃবৃন্দ ছাড়াও কোটালীপাড়া, টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা শাখা এবং বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখার নেতৃবৃন্দ অংশ নেন। এসময় বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক প্রদীপ কুমার বিশ্বাস পল্টু, সদস্য সচিব দুলাল চন্দ্র বিশ্বাস, মুকসুদপুর উপজেলার শাখার সভাপতি আশুতোষ মৃধা, সদর উপজেলা শাখার সভাপতি শিপ্রা বিশ্বাসসহ অনেকে বক্তব্য রাখেন।
এসময় বক্তরা ২০১৮ সালের সংসদ নির্বাচনের পূর্বে দেয়া প্রতিশ্রুতি ৭ দফা বাস্তবায়ণের দাবী জানান। দাবীগুলো হলো, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রর্তাপণ আইন যথাযথ বাস্তবায়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইন যথাযথ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply