কালের খবরঃ
গোপালগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তর এ কর্মসূচীর আয়োজন করে।“বর্জ্যরে পরিশোধন নিশ্চত হবে টেকসই স্যানিটেশন”-“হাতের পরিচ্ছন্নতায় এসো সবে এক হই” এ প্রতিপাদ্য নিয়ে শনিবার (১৫ অক্টোবর)সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। সেখানে হাত ধোয়ার কৌশল দেখানো হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়েজ উদ্দিন বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply