কালের খবরঃ জমকালো আয়োজনের মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুরে উদ্বোধন করা হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ( অনুর্ধ্ব-১৭ )। বুধবার (১৮ মে ) সকালে মুকসুদপুর উপজেলা সদরের শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে ১৬ দলীয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে পশারগাতী ইউনিয়ন একদাশ জলিরপাপাড় ইউনিয়ন একাদশকে ২-০ গোলে হারায় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি জোবায়ের রহমান রাশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র অ্যাড. আতিকুর রহমান মিয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, সরকারি মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন মুকসুদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি।
Leave a Reply