কালের খবরঃ
দেবী বোধন ও মহাষষ্ঠী পূঁজার মধ্যে দিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শনিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় জেলার এক হাজার ২৭৭টি মন্ডপে এক যোগে শুরু হয় দুর্গা পূঁজা। বেলগাছ তলায় পুরোহিতের মন্ত্রের উচ্চারনে প্রত্যেকটি মন্ডপে সৃষ্টি হয় ধর্মীয় আবাহ। উলুধ্বনী ও শংখ ধ্বনি এবং ঢাকের বাজনায় মুখোরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। এ সময় ভক্তরা ফল, মিষ্টি ও বিভিন্ন উপকরন দিয়ে নৈবেদ্য সাজিয়ে দেবী দূর্গাকে নিবেদন করেন। পরে দেবী দূর্গার আর্শীবাদ নেন ভক্তরা। আর দুর্গা পূঁজাকে আনন্দমুখর করে তুলতে মন্দির ও সড়কগুলোতে করা হয়েছে আলোকসজ্জ্বা। আজ রবিবার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হবে। আগামী ৫ অক্টোবর (বুধবার) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে বাঙালির এই শারদোৎসব।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply