কালের খবরঃ
গোপালগঞ্জে ভ্যান চালক আব্দুর রব হত্যা মামলায় আনোয়ার খাঁ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। এসময় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।মামলার বিবরনে জানাগেছে, মুকসুদপুর উপজেলার সিন্দিয়াঘাট এলাকার চুন্নু শেখের গ্যারেজ থেকে একই এলাকার ভ্যান চালক আব্দুর রব ভ্যান ভাড়া নেয়। কিন্তু ভ্যান গ্যারেজে জমা ও ভাড়ার টাকা না দেয়ায় ২০০৭ সালের ১১ জনু শালিস মিমাংসা হয়।
পর দিন ১২ জুন ভ্যান নিয়ে বাড়ী থেকে বের হয় আব্দুর রব। কিন্তু এরপর আব্দুর রব বাড়ী ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়। পর দিন ১৩ জুন উপজেলার কানুরিয়া গ্রাম থেকে আব্দুর রবের মরদেহ উদ্ধার করা হয়।
এ ঘটনায় নিহতের পিতা আব্দুর রাজ্জাক মোল্লা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে তদন্ত শেষে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করলে দীর্ঘ শুনানী শেষে আদালত এ রায় প্রদান করেন। এ মামলার অপর দুই আসামীকে খালাস দেয়া হয়। রায় ঘোষনার সময় সাজাপ্রাপ্ত আসামী পলাতক ছিলো।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply