মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে কৃষি প্রণোদনা ২০২২-২৩ খরিপ-২ মৌসুমে মাশকলাই আবাদ বৃদ্ধি কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার ( ২২ সেপ্টেম্বর ) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫৮ জন কৃষকের মাঝে এই বীজ সার বিতরণ করা হয়। এসময় প্রতি কৃষককে ৫ কেজি মাসকালাই বীজ ও ১৫ কেজি করে সার দেয়া হয়।
বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ প্রমুখ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply