কালের খবরঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে প্রামাণ্য চিত্র তৈরী করতে টুঙ্গিপাড়ায় এসেছেন ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ। তিনি মঙ্গলবার (১৭ মে) বিকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।এ সময় তার সাঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস-২, টুঙ্গিপাড়া পৌর সভার মেয়র শেখ,তোজাম্ম্মেল হক টুটুল ক্যামেরা শিল্পীরা উপস্থিত ছিলেন।
গৌতম ঘোষ কলকাতায় বঙ্গবন্ধু শীর্ষক একটি চলচ্চিত্র নির্মাণের উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন। আগামী সাতদিন তিনি টুংগীপাড়া ও গোপালগঞ্জে অবস্থান করে বঙ্গবন্ধুর বিভিন্ন স্মৃতিধন্য স্থানের ভিডিও চিত্র ধারণ ও বঙ্গবন্ধুর সহপাঠী, খেলার সাথী ও বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করতে পারেন এমন ব্যক্তি বর্গের সাথে কথা বলবেন।
চলচ্চিত্রকার গৌতম ঘোষ সাংবাদিকদের বলেন, কলকাতায় লেখাপড়া করা কালীন সময়ে বঙ্গবন্ধুর বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড তুলে ধরা এই চলচ্চিত্র নির্মাণের মূল উদ্দেশ্য। #
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply