কালের খবরঃ
গোপালগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুন্সী মোঃ আতিয়ার রহমান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমার শেষ দিনে শুধু আওয়ামী লীগ মনোনিত প্রার্থী চেয়ারম্যান পদে তার মনোনয়নপত্র জমা দেন। এদিন দুপুর ১২টায় জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে নিয়ে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা শাহিদা সুলতানার কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি। এসময় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র শেখ রকিব হোসেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু,জেলা আওয়ামী লীগের সহসভাপতি সিকদার নূর মোঃ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আক্কাস আলীসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদিকে সমর্থকদের সাথে নিয়ে পুরুষ ও নারী সদস্য প্রার্থীরা নিজ নিজ মনোনয়ন পত্র জমা দেন। গোপালগঞ্জ জেলায় চেয়ারম্যান পদে একজন। ৫টি ওয়ার্ডের বিপরীতে পুরুষ সদস্য পদে ১৮জন ও দুইটি সংরক্ষিত এলাকার জন্য নারী সদস্য পদে ১০জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহিদা সুলতানা বলেন, ‘চেয়ারম্যান পদে একজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই পদে আর কেউ জমা দেননি।
এর আগে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুন্সী মোঃ আতিয়ার রহমান দলীয় নেতা কর্মীদের সাথে নিয়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply