কাশিয়ানী প্রতিনিধিঃ
সারাদেশের মত গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে অর্ধ দিবস কর্মবিরতি শুরু করেছে কর্মকর্তা কর্মচারিরা। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল থেকে তাদের প্রথম দিনের কর্মসূচি পালিত হয়। পাচঁ দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন,উপ-প্রকৌশলী তৌফিকুর রহমান ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ মিরান হোসেন জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো নিয়োগ বিধি বাস্তবায়ন,জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা (ডিআরও) পদ আপগ্রেডশন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আইও )পদ আপগ্রেডেশন, সচিবলয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিধপ্তরের পদের নাম পরির্বতন,দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তদরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/ নিয়োগের মাধ্যমে পূরন করতেই আমেদের এই আন্দোলন।তিনি বলেন আমাদের দাবী না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply