টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছয় জন ডিন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. হেলাল উদ্দিন নিজামীর নেতৃত্বে জাতির পিতার সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু সহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন তারা।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ডক্টর মোহাম্মদ তৌহিদ হোসেন, আইন অনুষদের ডিন প্রফেসর ডঃ আব্দুল্লাহ আল ফারুক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নাসিম হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ-উদ-দ্দৌলাহ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ডঃ রাশেদ মোস্তফা সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply