কালের খবরঃ
টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া জাতীয় মহাসড়কের কংশুর নামক স্থানে মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগের জন্য খোলা ব্রীজ ও একটি বাস-বে নির্মানের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে সড়কটির কংশুর বাসষ্টান্ডে সদর উপজেলার করপাড়া, দূর্গাপুর ও উলপুর ইউনিয়নের সকল শ্রেনীপেশার সহস্রাধিক মানুষ এ কর্মসূচী পালন করে।
এসময় ওই সড়কে যানবাহন আটকে এলাকাবাসী হাতে হাত ধরে খোলা ব্রীজ নির্মাণ, মধুমতির সাথে কংশুর খালের সংযোগ ও বাস-বে নির্মানের দাবীতে বিভিন্ন শ্লোগান দেয় মানববন্ধকারীরা। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচীতে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নওয়াব আলী ফকির, করপাড়া ইউপি’র সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান সাফু, জেলা কৃষক লীগ নেতা মোঃ লিয়াকত আলী খান ও আওয়ামী লীগ নেতা মোঃ ইয়াছিন মোল্যা, মেসাস্তাফিজুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তরা বলেন, কংশুর খালের উপর করপাড়া, দূর্গাপুর ও উলপুর ইউনিয়নের সাধারন মাসুষ ও কৃষকরা নির্ভর করে থাকেন। মধুমতি নদীর সাথে কংশুর খালের সংযোগ না দিলে তারা ক্ষতিগ্রস্থ হবেন। ফসল উৎপাদনে ব্যঘাত ঘটবে। কংশুর খালটি মধুমতির সাথে সংযোগ হলে বনগ্রাম, বলাকৈড় বিলের ৩০ বছরের জলাবদ্ধতা দুর হবে। এজন্য কংশুরে একটি খোলা ব্রীজ নির্মাণ করে মুধমতি নদীর সাথে কংশুর খালের সংযোগ দেয়ার দাবী জানান তারা।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply