কালের খবরঃ
গোপালগঞ্জে সকাল থেকে বিদ্যুতের লুকোচুরি খেলায় ভোগান্তীতে পড়েছে সকল সেক্টরের মানুষ। ভাদ্রের প্রচন্ড গরমে অতিষ্ট সাধারণ মানুষ। এদিন বিদ্যুত চালিত সব ধরনের কার্যক্রম বন্ধ ছিল। অফিস আদালত , হাসপাতাল, ব্যাংক বীমার সেবা দিতে বেগ পেতে হয় কর্তৃপক্ষকে। আদালত পাড়া ও শহরের কম্পিউটারের দোকান গুলোতে কোন কাজ করতে পারেনি দোকানীরা। স্কুল কলেজের শিক্ষার্থীরা গরম সহয্য করতে না পেরে ছুটি নিয়ে বাড়িতে চলে যায়। অনেক বিদ্যালয়ের শিক্ষার্থীরা গরম সহয্য করতে না পেরে মাথা ঘুরে পড়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানে বিদ্যুৎ না থাকায় মালিক কর্মচারীদের দোকানের বাইরে তালপাখার বাতাস খেতে দেখা গেছে। বিভিন্ন অফিস প্রধানের সঙ্গে কথা হলে তারা জানিয়েছেন, বিদ্যুতের কারনে অফিসের সকল কাজ বন্ধ ছিল। পিডিবির নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, ন্যাশনাল গ্রিডের সমস্যার কারনে সকাল থেকে গোপালগঞ্জে বিদ্যুৎ আপডাউন করছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply