কালের খবরt
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ৯জন নিহত হওয়ার স্থান পরিদর্শন করেছেন বাংলাদেশ সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান।
রবিবার (১৫মে) বেলা ১১ টার তিনি ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার দক্ষিণ ফুকরা গ্রামে যান।
ঘটনাস্থান পরিদর্শনকালে প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান এলাকাবাসীকে উদ্দেশ্য করে বলেন, জাতীয় মহাসড়ক যানবাহন চলাচলের জন্য। অবৈধ যানবাহন বা কারো ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য নয়। আমরা সারা বছর মহাসড়কে অভিযান পরিচালনা করে যত্রতত্র গাছেরগুড়ি, খড়কুটো, অবৈধ স্থাপনা গুড়িয়ে দিচ্ছি, অবৈধ যানবাহন যেমন অটোভ্যান, ইজিবাইক, নসিমন, ভটভটি চলাচলে বাধা প্রদান করছি। তার পরেও কেউই থামছেনা। মানুষ যদি সচেতন না হয়, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ না করে। গাছেরগুড়ি, খড়কুটো, অবৈধ স্থাপনা করে মহাসড়ক নিজের সম্পত্তির মতো ব্যবহার করা থেকে বিরত না থাকে তাহলে মহাসড়কে দুর্ঘটনা কমানো কোনভাবেই সম্ভব হবেনা।
প্রধান প্রকৌশলী আরো বলেন, মহাসড়কে দুর্ঘটনায় প্রাণহানি কমাতে সকলকে এগিয়ে আসতে হবে। অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিযোগীতা বন্দ করতে হবে। অবৈধ যানবাহন অটোভ্যান, ইজিবাইক, নসিমন, ভটভটি চলাচল বন্দ করতে হবে। মহাসড়ক নিজের বাড়ির উঠান মনে করে ব্যবহার করা যাবেনা। এজন্য তিনি সাধারন মানুষ, যাত্রী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশসহ সকল শ্রেনীপেশার মানুষের প্রতি অনুরোধ জানান।
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম, মোঃ মঈনুল হাসান, মোঃ রেজাউল করিম, শিশির কান্তি রাউৎ, গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্বাবধায়ক প্রকৌশলী এ কে শামস্ উদ্দিন আহম্মদ, গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস, গোপালগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জাহিদ হোসেনসহ সড়ক বিভঅগের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply