কাশিয়ানী প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি গোচারণ ভূমি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।এ ব্যাপারে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ( ভূমি) বরাবর লিখিত অভিযোগ করলেও ব্যবস্থা নেয়নি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন তৎপর না হওয়ায় রাতারাতি অবৈধভাবে দখল হচ্ছে সরকারি জমি।এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, উপজেলার ফুকরা ইউনিয়নের সাফলীডাঙ্গা সরকারি পুকুর এলাকায় রামদিয়া – গোপালপুর সড়কের পাশে সরকারি গোচারণ ভূমির জায়গা দখল করে স্থানীয় প্রভাবশালী আলমগীর মোল্যা ও ছবা শরীফ দোকানঘর নির্মাণ করছেন। এতে সরকারি সম্পত্তি বেহাত হচ্ছে। এলাকার লোকজন ওই ভূমিতে যুগ যুগ ধরে গরু-ছাগল চরিয়ে আসছেন। কিন্তু বেদখল হয়ে যাওয়ায় এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।স্থানীয়রা জানান, ছবা শরীফ এর আগেও সরকারি জমি দখল করে সেখানে ঘর তুলে বিক্রি করে দিয়েছেন। তিনি সরকারী জমি দখল করে ব্যবসা শুরু করেছেন। হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা।
অভিযুক্ত ছবা শরীফের সাথে মুঠোফোনে কথা হলে তিনি সরকারি জমিতে ঘর তোলার কথা স্বীকার করে বলেন, ‘সরকারের যখন জায়গা লাগবে। তখন আমি জায়গা ছেড়ে দেব।’ফুকরা ইউপি চেয়ারম্যান শাহ ইশতিয়াক পটু বলেন, ‘তারা (জমি দখলকারীরা) আমার কথা শুনছেন না। আমি তাদের কাজ করতে নিষেধ করা সত্ত্বেও তারা কাজ চালিয়ে যাচ্ছেন।’ফুকরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শংকর কুমার বাড়ৈ বলেন, ‘অফিস থেকে প্রতিনিধি পাঠিয়ে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। জমি পরিমাপ করে অবৈধ ঘর ভেঙে দেওয়া হবে।’এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, ‘বিষয়টি দেখার জন্য ফুকরা ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply