
কাশিয়ানী প্রতিনিধিঃ
সকাল ৯টার মধ্যে কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে গোপালগঞ্জের কাশিয়ানীতে রুপালী ব্যাংকের এক কর্মকর্তাকে রাত ১০ টার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। কাশিয়ানী উপজেলার জয়নগর রুপালী ব্যাংক শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শহীদুল ইসলামকে মঙ্গলবার (২৩ আগস্ট) এ নির্দেশনার চিঠি দেয়া হয়। চিঠির একটি কপি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তোলপাড় সৃষ্টি হয়।
চিঠিতে বলা হয়েছে-‘উপযুক্ত বিষয় এবং বাংলাদেশ ব্যাংকের স্মারক নম্বর ডি ও এস ৩১ অনুসারে জনাব মো. শহিদুল ইসলাম, সিনিয়র অফিসারকে এই মর্মে জানানো যাচ্ছে যে, ব্যাংকিং কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য আপনাকে সকাল ৯ ঘটিকায় কর্মস্থলে উপস্থিত হওয়ার সুবিধার্থে রাত ১০ ঘটিকার মধ্যে ঘুমিয়ে যাওয়ার নির্দেশনা প্রদান করা হল।’

ব্যাংকের ম্যানেজার মো. মফিজুর রহমান তার স্বাক্ষর জাল করা হয়েছে দাবি করে বলেন, ‘ব্যাংকের অপর এক সিনিয়র অফিসার স্বপন সিকদার ফান করে শহিদুল ইসলামকে এই চিঠি পাঠিয়েছেন বলে জানতে পেরেছি। তারা দু’জন ব্যাচমেট। এ ফান করা চিঠিই ভাইরাল হয়েছে। এ ব্যাপারে আমি কিছুই জানতাম না।’
ম্যানেজার আরও বলেন, ‘সিনিয়র অফিসার শহিদুল ও স্বপনকে শোকজ করা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে তাদের এই বিষয়ে জবাব দেয়ার জন্য বলা হয়েছে।’সংবাদ পেয়ে রুপালী ব্যাংকের আঞ্চলিক মহা-ব্যবস্থাপন (ডিজিএম) আব্দুল মান্নান মিয়া (ওই শাখায়) ঘটনাস্থলে আসেন। তিনি এ প্রতিবেদককে জনান, ঘটনাটি শুনেছি । এটা দুঃখজনক।
Design & Developed By: JM IT SOLUTION