
কালের খবরঃ
গোপালগঞ্জে সূর্যের মুখ দেখা গেলেও শীতের তীব্রতা কমেনি। হিমশীতল বাতাস এবং মাঝারি কুয়াশার কারণে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। আজ বৃহস্পতিবার(১ জানুয়ারী) সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে জনজীবন বিপর্যন্ত হয়ে পড়েছে। কৃষকরা মাঠে কাজ করতে পারছেন না, রাস্তায় মানুষের উপস্থিতি একেবারে কম। কর্মজীবীরা রাস্তায় বের হলেও সাধারণ মানুষ তেমন বের হচ্ছেন না। খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কষ্ট বেড়ে গেছে। রিকশা, ভ্যান বা ইজিবাইক চালকরা রাস্তায় বের হলেও যাত্রী কম হওয়ায় রোজগার কমে গেছে।

গোপালগঞ্জ জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৮.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ এবং মাঝারি ধরনের কুয়াশা রয়েছে, যার ফলে দৃষ্টিসীমা ৩০০ মিটার। তাপমাত্রা গতকাল (বুধবার) তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত রয়েছে জেলার উপর দিয়ে। গতকাল বুধবার গোপালগঞ্জের তাপমাত্রা ছিল দেশের মধ্যে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
Design & Developed By: JM IT SOLUTION