
কালের খবরঃ
খ্রীষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব বড়দিন। কেক কাটা, প্রার্থণা আর আনন্দ উৎসবের মধ্যে যিশুখ্রীষ্টে জন্মদিন পালন করছেন গোপালগঞ্জের খ্রীষ্টান সম্প্রদায়।আজ বৃহস্পতিবার রাত ১২টা ১মিনিট “হ্যাপি বার্ডে টু ইউ”র সুরে যিশুখ্রীষ্টের জন্মদিনে কেট কাটে শিশুরা। একযোগ গোপালগঞ্জে ১৬৯টি গীর্জায় উদযাপন করা হচ্ছে বড়দিন। প্রতিটি গির্জায় ধর্মীয় গান, ভক্তি ও প্রার্থনা করে যীশুকে স্মরণ করেন ভক্তরা।

গির্জায়-গির্জায় আর খ্রীষ্টান পল্লীগুলোতে করা হয় রঙ বেরঙ এর আলোকসজ্জ্বা। সাজানো হয় ষ্টার ও ক্রিসমাস ট্রি দিয়ে। স্বজন আর প্রতিবেশিরদের আপ্যায়ন করতে আয়োজন করা হয়েছে পিঠাপুলিসহ নানা খাবারের। আনন্দ আর উৎসবের মধ্যে বড়দিন পালন করছে শিশুসহ নানা খ্রীষ্টান সম্প্রদায়। বড়দিন উপলক্ষে জেলা জুড়ে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
Design & Developed By: JM IT SOLUTION