কালের খবর ডেক্সঃ
অবশেষে ধরা খেলেন অনুব্রত মন্ডল ও সুকন্যার ঘনিষ্ঠ বিদ্যুৎবরণ গায়েন । ।দীর্ঘদিন গা ঢাকা দিয়ে নিজেকে আড়াল করে রাখলেও শেষরক্ষা হল না তার। অবশেষে সিবিআইয়ের হাতে আটক হকে হলো বিদ্যুৎবরণ গায়েনকে। দক্ষিণ ২৪ পরগনার দক্ষিণ বারাসত এলাকা থেকে তাঁকে আটক করা হয়েছে বলে খবর মিলেছে।
অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারের পর উঠে এসেছিল বিদ্যুৎবরণ গায়েনের নাম। জানা যায়, শুধু অনুব্রত নন, সুকন্যার সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পৌরসভাকর্মী বিদ্যুৎবরণের। রবিবার(২২ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় বোলপুরে বিদ্যুৎবরণ গায়েনের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই কর্মকর্তারা। কিন্তু দেখা বা খোঁজ মেলেনি বিদ্যুৎবরণের। সিবিআই সূ্ত্রে খবর, তার স্ত্রী জানিয়েছিলেন যে চিকিৎসার জন্য কলকাতায় গিয়েছেন বিদ্যুৎ। এরপর থেকে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তাঁর খোঁজ শুরু করে সিবিআই। কিন্তু কোনও হাসপাতালে দেখা মেলেনি তাঁর। অবশেষে দক্ষিণ বারাসত এলাকায় লুকিয়ে থাকা অবস্থায় সিবিআইয়ের হাতে ধরা পরে বিদ্যুৎবরণ। আটক করে তাঁকে নিয়ে যাওয়া হয় কলকাতায়।
দীর্ঘদিন বোলপুর পৌরসভার অস্থায়ী কর্মী হিসেবে কাজ করতেন বিদ্যুৎবরণ। ট্রাকের খালাসি ছিলেন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পরই স্থায়ী চাকরি পান তিনি। সিবিআই অনুব্রতকে গ্রেপ্তারির পর যে কোম্পানি গুলির হদিশ মিলেছে, তাতে প্রথম ডিরেক্টরের নাম ছিল সুকন্যা। দ্বিতীয় নাম বিদ্যুৎবরণ গায়েন। ফলে স্বাভাবিকভাবেই তাঁর দিকে নজর ছিল সিবিআই। তদন্তকারীদের প্রশ্ন, সামান্য চাকরি করে কীভাবে এত সম্পত্তির মালিক হলেন বিদ্যুৎ? কীভাবে এত কোম্পানির ডিরেক্টর পদ পেলেন? যদিও পুরোটাই এখনও ধোঁয়াশা।
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডলের পাশাপাশি সুকন্যার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিদ্যুৎবরণ গায়েনের। সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি রয়েছে তাঁদের। সূত্রের খবর, অনুব্রতকে বাবা বলেও নাকি ডাকতেন বিদ্যুৎ।
Design & Developed By: JM IT SOLUTION
Leave a Reply