
কালের খবরঃ
মহান বিজয় দিবসের আনন্দ ভাগাভাগি করতে এতিম শিশুদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করেছে গোপালগঞ্জ জামায়াতে ইসলামী।এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের মিয়াপাড়ার আল হেরা মাদ্রাসা মসজিদে এক দোয়া মাহফিল ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সাবেক আমির ও গোপালগঞ্জ-০১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুল হামিদ। এসময় জেলা জামায়াতের আমির ও গোপালগঞ্জ-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক রেজাউল করিম, সাবেক আমির ও গোপালগঞ্জ-০২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আজমল হোসেন সদরদার,জেলা সেক্রেটারী মোঃ আল মাসুদ খানসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে পঞ্চাশজন এতিম শিশুদের মাঝে রান্নাকরা খাবার পরিবেশন করা হয়।
Design & Developed By: JM IT SOLUTION