
কালের খবরঃ
গোপালগঞ্জে শহিদ বুদ্ধিজীবী স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। আজ রবিবার (১৪ ডিসেম্বর) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের পাশে জয়বাংলা পুকুর পাড়ে নির্মিত বদ্ধভূমির স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান ও পুলিশ প্রশাসনের পক্ষে পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ। এসময় শহিদের প্রতি সশস্ত্র সালাম জানানো হয়।

পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের পক্ষে জেলা প্রশাসক, জেলা বিএনপির পক্ষে বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকউজ্জামান, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু হোসেন, জেলা উদীচীর পক্ষে মোঃ নাজমুল ইসলাম সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগন, উপজেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।

এরপর সদর উপজেলা পরিষদের হল রুমে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার কৌশিক আহমেদ সহ নানা শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় এ দিবসটির চেতনা ধরে রেখে আগামী প্রজন্মের মাঝে তৎপর্য ছড়িয়ে দিতে ও অপতৎপরাতা রুখতে সকলের প্রতি আহবান জানানো হয। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় অণুরূপ কর্মসূচি পালিত হয়েছে। এছাড়া জেলার কোটালীপাড়া , টুঙ্গিপাড়া, মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলায় দিবসটি অনুরুপ ভাবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
Design & Developed By: JM IT SOLUTION