
কোটালীপাড়া প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ হাতপাখা প্রতীকে নির্বাচনী পথযাত্রা শুরু করেছেন। আজ রবিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার পৌর মার্কেট থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পথযাত্রা শুরু করেন। পথযাত্রাটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে এসে শেষ করর। সেখানে আলোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মোঃ ইয়াহিয়া মাহমুদ , কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি হাজী ফরিদ আহম্মেদ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ দ্বীন ইসলাম শেখ, পৌর সভাপতি মোঃ ইব্রাহিম মোল্লা, সেক্রেটারী রোমান শেখ, উপজেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা জাকির হোসাইন, সেক্রেটারী মোঃ নুর ইসলাম খান বক্তব্য রাখেন।
Design & Developed By: JM IT SOLUTION