
কালের খবরঃ
গোপালগঞ্জে সাংবাদিক সেজে চাঁদাবাজি করতে গিয়ে যৌথবাহিনীর হাতে আটক হয়েছে দুই ব্যক্তি। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ঘোনাপাড়া এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনীর একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হলেন, জেলার টুঙ্গিপাড়া উপজেলার নিলফা গ্রামের মোহাম্মদ সোলায়মান শেখের ছেলে মোঃ মনিরুল শেখ এবং একই উপজেলার চর বয়রা গ্রামের বালা শেখের ছেলে হাকিম শেখ।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঘোনাপাড়া বাজারের দোকানদারদের অভিযোগের ভিত্তিতে ওই দুই ভুয়া সাংবাদিককে আটক করা হয়। তারা বেশ কিছুদিন ধরে ভুয়া সাংবাদিক পরিচয়ে বেকারি, মিষ্টির দোকান এবং রেস্টুরেন্টে গিয়ে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিল।
এ অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয় এবং পরবর্তীতে অভিযানে ওই দুইজনকে আটক করা হয়।
ওই সূত্র আরো জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্পে নেওয়া হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদ শেষে তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, গোপালগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে দুই ব্যক্তিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।
Design & Developed By: JM IT SOLUTION