
কালের খবরঃ
গোপালগঞ্জের নবনিযুক্ত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
আজ বুধবার সকাল সোয়া ১০টায় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী জিন্নাত আলী ও সাধারণ সম্পাদক শেখ মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে চেম্বার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ মোঃ মোশাররফ হোসেন, পরিচালক মোঃ মিজানুর রহমান, মোঃ কামরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, এসএম নেয়ামত খোদা ইকবাল হোসেন, এস. এম. জিয়াউদ্দিন খান, চৌধুরী শাহিনুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসকের সাথে শুভেচ্ছা বিনিময়ের তথ্য সাংবাদিকদের জানিয়ে গোপালগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি মোঃ মোশাররফ হোসেন বলেন, গোপালগঞ্জে নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপন ও ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের জন্য আমরা জেলা প্রশাসকের সব ধরনের সহযোগিতা কামনা করি। এছাড়া ব্যবসা-বাণিজ্যের প্রসার সম্পর্কে সম্ভাবনাময় বেশ কিছু তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়। জেলার অর্থনীতির চাকা সচল রাখা ও জাতীয় অর্থনীতিতে গোপালগঞ্জের অবদান আরো গতিশীল করতে আমরা জেলা প্রশাসকের কাছে কিছু প্রাথমিক প্রস্তাব দিয়েছি। জেলা প্রশাসক ধৈর্যের সাথে আমাদের কথা শুনেছেন এবং সমস্যা সমাধান করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতার হাত প্রসার করার প্রতিশ্রুতি দিয়েছেন।
Design & Developed By: JM IT SOLUTION