
কালের খবরঃ
গোপালগঞ্জে নবাগত জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান আজ মঙ্গলবার (১৮ নভেম্বর)বিকেলে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
“মিট দ্যা প্রেস” অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক তার নিজের পরিচয় প্রদান করেন এবং মতবিনিময়কালে জেলা প্রশাসক গোপালগঞ্জের সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পরবর্তীতে সাংবাদিকরা তাদের নিজ নিজ পরিচয় দেন এবং জেলার উন্নয়নে নবাগত জেলা প্রশাসকের কাছে নানা সুপারিশ করেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার মোহাম্মদ আতাউর রহমান ও অনিরুদ্ধ দেব রায়।
এসময় গোপালগঞ্জে কর্মরত যমুনা টেলিভিশনের সিনিয়র স্টাফ রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না, রিপোর্টার্স ফোরাম গোপালগঞ্জের সভাপতি এস.এম নজরুল ইসলাম, কালের কন্ঠের জেলা প্রতিনিধি প্রসূন মন্ডল, বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহীন, বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান, এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় “মিট দ্যা প্রেস” অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION