
কালের খবরঃ
নিয়োগবিধি সংশোধনের দাবিতে গোপালগঞ্জে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। একইসঙ্গে তারা একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন।
আজ বুধবার গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্যাম্পাসে দুপুরে শিক্ষার্থীরা জমায়েত হন। এসময় তারা একাডেমিক ভবনের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন এবং নিয়োগবিধি সংশোধনের দাবি জানান।
বিক্ষোভকারীরা জানান, এর আগেও তারা ঢাকায় প্রাণীসম্পদ অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। তখন মহাপরিচালক আশ্বাস দিলেও তাদের দাবি এখনও পূর্ণ হয়নি। ২০২৩ সালের নিয়োগবিধিমালায় সাব-টেকনিক্যাল পদে ডিপ্লোমা ইন লাইভস্টক ডিগ্রিধারীদের অন্তর্ভুক্ত না করা তাদের মতে, অন্যায়। তারা হুঁশিয়ারি দেন যে, যদি দ্রুত তাদের দাবি মেনে না নেওয়া হয়, তবে কঠোর কর্মসূচি অব্যাহত থাকবে। এছাড়া, তাদের দাবি না মানা পর্যন্ত এই আন্দোলন অনির্দিষ্টকাল পর্যন্ত চলবে বলে জানান শিক্ষার্থীরা।
Design & Developed By: JM IT SOLUTION