
কালের খবরঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-০২ আসনে গণফোরাম তাদের প্রার্থী ঘোষণা করেছে। আজ শনিবার বিকেলে, গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং বীর মুক্তিযোদ্ধা শাহ মফিজকে এই আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের আরেক প্রেসিডিয়াম সদস্য শাহ নুরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম গোপালগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক সুব্রত ভট্টাচার্য (সেতু), যুগ্ম আহ্বায়ক শিপ্রা বিশ্বাস, সদস্য সচিব এ. বুলবুল মোল্লা সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
এর আগে, সুব্রত ভট্টাচার্য (সেতু)-কে গোপালগঞ্জ জেলার শাখার আহ্বায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট একটি নতুন কমিটি ঘোষণা করা হয়।
এসময় গোপালগঞ্জ-০২ আসনে গণফোরামের প্রার্থী শাহ মফিজ বলেন, আজকের এই নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষ চেয়ে আছে। সুষ্ঠ নির্বাচন হলে আমরা আশা করি দেশ পরিবর্তনের জন্য আমরা দায়িত্ব নিতে পারব। ভালো মানুষ রাষ্ট্র পরিচালনায় আসবে এবং দেশ প্রেমিকরা কাজ করতে পারবেন।
তিনি আরও বলেন, আমাদের দলের পক্ষ থেকে নির্বাচনকে সমর্থন জানানো হচ্ছে, এবং আমি যদি গোপালগঞ্জবাসীর ভোটে নির্বাচিত হই, তাহলে আমি জনগণের পাশে দাড়াতে পারবো।#
Design & Developed By: JM IT SOLUTION