
মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জ-১ আসনে ( মুকসুদপুর- কাশিয়ানী) বিএনপির মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। আপনাদের লেখনীর মাধ্যমে যেমন এলাকার উন্নয়ন ঘটে, তেমনিভাবে এলাকার সব ঘটনা জাতি জানতে পারে। তাই আপনারা সব সময় সত্য ঘটনা তুলে ধরবেন। বিগত দিনে আমি আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব।সেলিমুজ্জামান সেলিম আরও বলেন, আমি নেতা হতে চাই না, আমি এলাকার মানুষের কল্যাণে একজন সেবক হিসেবে কাজ করতে চাই।
তিনি আরো বলেন,সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দল আমাকে গোপালগঞ্জ-১ আসনে মনোনয়ন দিয়েছেন। নির্বাচনে বিজয়ের লক্ষ্যে তিনি সকল সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন।
আজ শনিবার ( ৮ নভেম্বর) দুপুরে কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের হোগলাডাংগা গ্রামে সেলিমুজ্জামান সেলিমের নিজ বাড়িতে মুকসুদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
এসময় মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া,সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান, সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সামসুল আরেফিন মুক্তা, হোসাইন আহমদ কবির, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কার সিদ্দিকী, কোষাধক্ষ্য মোঃ রাজু মিয়া, এবং সদস্য নূর আলম শেক প্রমুখ উপস্থিত ছিলেন।
Design & Developed By: JM IT SOLUTION